- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
পৃথিবীর সেরা উক্তি সমূহ
পৃথিবীর সেরা উক্তি গুলো পড়লে নিজের অন্তরে এক অন্যরকম সফলতার আগ্রহ জেগে উঠে। পৃথিবীর বিখ্যাত উক্তি সমূহ পড়ুন, এতে মোটিভেশন হওয়া যায়।
১. একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।---ইউরিপিদিস।
২. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্হা, কিন্তু এটা যদি সবাই জানত, তাহলে কেউ অজ্ঞ থাকতো না। --- শেখ সাদী رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ
৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।--- শেখ সাদী رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ
৪. নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে।--সেথ গডিন।
৫. জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে।--পিথাগোরাস।
৬. যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত। --সেক্সপিয়ার
“
মৃত্যুর একমূহুর্ত আগ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিবে না, হয়তো আল্লাহ তোমাকে তখনি সফলতা দান করবেন। —জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি।
”
৭. গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।--আরবি প্রবাদ
৮. মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা উত্তম। --- আল হাদিস।
৯. নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। --- বিখ্যাত ড্যানিশ প্রবাদ
ইতিহাসের সেরা উক্তি সমূহ
১০. একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।--- শেখ সাদী رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ
১১. পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। -- ড্যানিশ প্রবাদ
১২. শরীরের সবথেকে দামী অংশ হলো হৃদয়,সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। --রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।---জর্জ লিললো
১৪. বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না। --- ক্লাইভ জেমস
১৫. হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। --পীথাগোরাস
১৬. অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। ---সাইরাস
১৭. ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে । --শেকসপীয়ার
১৮. পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই। --- উলিয়ামস হেডস
১৯. "এই পৃথিবী মানুষের জন্য একটি পুল বা ব্রিজ স্বরূপ। পুল বা ব্রিজের উপর দিয়ে মানুষ কেবল চলে যায়, ব্রিজে কেউ বাস করে না। তেমনি এই পৃথিবীতেও কেউ স্থায়ীভাবে বাস করে না। সামান্য কয়েকদিন অবস্থান করে পরকালের দিকে চলে যায়।"
-- এই মহা নীতিবাক্যটি শত বছর পুর্বে ফতেহপুর সিক্রির ফটকে আরবী ভাষায় লিখিত ছিল। ফতেহপুর সিকরি- ইন্ডিয়ার আগ্রা জেলার একটি শহর। যা বাদশা আকবর বিজয়ের পর ১৫৬৯- ১৫৭৩ সালের সময়কার লিখা ছিলো সেটি।
২০. যদি মানুষের অন্তরে ছিদ্র থাকতো, তবে আমি সেই চিন্দ্র দিয়ে তাদের অন্তরে প্রবেশ করতাম। আর এখন মুচকি হাসি আর উত্তম আচরণের মাধ্যমে প্রবেশ করি। - হাকিরে তামতাভী।
মোটিভেশান সেরা উক্তি সমূহ
২১. স্বার্থপর মানুষ কেবল নিজের লাভের জন্য জ্ঞানী হয়ে ওঠে, মানবিকতার জন্য নয়।
২২. "অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা শ্রেয়।" - সক্রেটিস
২৩. "আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন। জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনই মানুষের প্রথম ও প্রধান কাজ।" - সক্রেটিস
২৪. আমাকে মানুষের মৃত্যু বড় আঘাত করে না, মনুষ্যত্বের মৃত্যুই আমাকে বড় আঘাত করে।-- শরৎচন্দ্র চট্টপধ্যায়।
২৫. “সফলতা সর্বদা-ই সম্ভব।” – অভিজিৎ চতুর্বেদী।
২৬. “আপনার জীবনকে সঠিক দিশায় চলানোর জন্যে, আল্লাহর পথেই তার অনুসন্ধান করুন।” – হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
২৭. “কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকুন, আল্লাহ আপনাকে পরীক্ষা নিতে পারেন।” – আল- হাদীস।
২৮. “আপনি যদি আল্লাহকে দরবারে একনিষ্ঠতা বা ইখলাস দেখাতে চান, তবে আপনি প্রথমে আপনার অন্তরকে পরিষ্কার করুন।” – ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি।
২৯. “প্রতিটি মানুষের সাথে সব সময়ই উত্তম আচরণ করুন, যাতে আপনার আচরণের মাধ্যমে আপনি আল্লাহর পথের প্রতিষ্ঠা করতে পারেন।” আল - হাদীস
৩০. সময়ের সাথে লড়াই করো, কারণ সময় আমাদের সবচেয়ে বেশি কিছু দেয়।” – বেনজামিন ফ্র্যাঙ্কলিন
৩১. আমার কাছে সফল হওয়ার মূলমন্ত্র ৩টি।(১)খুব চেস্টা করা, (২) নিজের উপর আত্মবিশ্বাস রাখা। (৩) ধৈর্যশীলতা।--জৈনিক ইসলাম পন্ডিত।
৩২. এমন কাজ করে যাও, যাতে মানুষ চিরদিন তোমায় ভক্তির সাথে স্মরণ করে।- হাকিরে তামতাভী।
৩৩. মানুষের কাছে স্থায়ী পরিচিতি, সম্মান ও মানুষের অন্তরে নিজের স্থান বানাতে, বড় কিছু করে যাও,যাতে মানুষ তোমার শত মৃত্যু বার্ষিকী কে শত জন্মবার্ষিকী ভাবে।
৩৪. সকল কাজ শুরু করার আগে কঠিন মনেহয়, আত্মবিশ্বাস ও সাহসী মনোভাব সকল কাজকে সহজ করে দেয়।
৩৫. সাহসহীন ব্যক্তির জ্ঞান অনেকাংশে মূল্যহীন। প্রকৃত জ্ঞান মানুষকে সাহসী বানিয়ে দেয়।
৩৬. মৃত্যুকে খুঁজো অর্থাৎ সাহসী হও, তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে অর্থাৎ মানুষের কাছে চির স্মরণীয় হবে। ---হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
সেরা শিক্ষ্মনীয় উক্তি সমূহ
৩৭. "আমাদের ইন্তেকালের পর মাটির বুকে আমাদের সমাধি খুঁজোনা, আমাদেরকে সন্ধান করো মানুষের হৃদয়ে।"--এটি মাওলানা রুমীর মাযার শরিফের দেয়ালে লিখা রয়েছে।
৩৮. যদি মানুষের অন্তরে ছিদ্র থাকতো, তবে আমি সেই চিন্দ্র দিয়ে তাদের অন্তরে প্রবেশ করতাম। আর এখন মুচকি হাসি আর উত্তম আচরণের মাধ্যমে প্রবেশ করি। - হাকিরে তামতাভী।
৩৯. স্বার্থপর মানুষ কেবল নিজের লাভের জন্য জ্ঞানী হয়ে ওঠে, মানবিকতার জন্য নয়।
৪০. "অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা শ্রেয়।"--- সক্রেটিস।
৪১. "আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন। জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনই মানুষের প্রথম ও প্রধান কাজ।" - সক্রেটিস।
৪২. আমাকে মানুষের মৃত্যু বড় আঘাত করে না, মনুষ্যত্বের মৃত্যুই আমাকে বড় আঘাত করে।-- শরৎচন্দ্র চট্টপধ্যায়।
৪৪. “সফলতা সর্বদা-ই সম্ভব।” – অভিজিৎ চতুর্বেদী।
৪৫. “আপনার জীবনকে সঠিক দিশায় চলানোর জন্যে, আল্লাহর পথেই তার অনুসন্ধান করুন।” – হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
৪৬. “কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকুন, আল্লাহ আপনাকে পরীক্ষা নিতে পারেন।” – আল- হাদীস।
৪৭. “আপনি যদি আল্লাহকে দরবারে একনিষ্ঠতা বা ইখলাস দেখাতে চান, তবে আপনি প্রথমে আপনার অন্তরকে পরিষ্কার করুন।” --- ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি।
৪৮. “প্রতিটি মানুষের সাথে সব সময়ই উত্তম আচরণ করুন, যাতে আপনার আচরণের মাধ্যমে আপনি আল্লাহর পথের প্রতিষ্ঠা করতে পারেন।” আল - হাদীস
৪৯. সময়ের সাথে লড়াই করো, কারণ সময় আমাদের সবচেয়ে বেশি কিছু দেয়।” – বেনজামিন ফ্র্যাঙ্কলিন
৫০. এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসেনি, এসেছে একে অপরকে সহযোগিতা করার জন্য এবং আল্লাহ ও রাসুলের সন্তুষ্টির জন্য। চীর অধম তামতাভী।
আরো পড়ুনঃ
জিবন নিয়ে মনীষীদের সেরা উক্তি।
মন্তব্যসমূহ
অসাধারণ বানী
উত্তরমুছুনঅনেক ভালো লাগলো
উত্তরমুছুন