চাকরির পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ কিছু শর্টকাট

 চাকরির পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ কিছু শর্টকাট

চাকরির পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ কিছু শর্টকাট



7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।

টেকনিকঃ আমি অমেত্রি মনা

  • ★আ = আসাম ( গোয়াহাটি )

  • ★মি = মিজরাম ( আইজল )

  • ★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )

  • ★মে = মেঘালয় ( শিলং )

  • ★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )

  • ★ম = মনিপুর ( ইম্ফল )

  • ★না = নাগাল্যান্ড ( কোহিমা )

  • (বিঃ দ্রঃ - বন্ধনির ভিতর সংশ্লিষ্ট প্রদেশের রাজধানি)


স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ

টেকনিকঃ ফিডে আসুন

★ফি = ফিনল্যান্ড

★ডে = ডেনমার্ক

★আ =আইসল্যান্ড

★সু = সুইডেন

★ন = নরওয়ে


D-8 ভুক্ত দেশঃ

টেকনিকঃ মা বাপ নাই তুমিই” সব

★মা =মালেয়েশিয়া

★বা =বাংলাদেশ

★পা =পাকিস্তান

★না =নাইজেরিয়া

★ই =ইরান

★তু =তুরস্ক

★মি =মিশর

★ই =ইন্দনেশিয়া


মাদক উৎপাদক অঞ্চল।

টেকনিক :- আপাই

আ=আফগানিস্থান ,

পা= পাকিস্থান ,

ই=ইরান


(Golden Ways)

মাদক চোরাচালানের জন্য বিখ্যাত ৩টি দেশ।

★টেকনিক: "নেবাভা”

,নে= নেপাল

বা= বাংলাদেশ

ভা= ভারত ,


(Golden Triangle)

মাদকের চোরাচালান ৩টি দেশ।

★টেকনিক:-"মাথাল”

মা= মায়ানমার

থা=থাইল্যন্ড

ল= লাওস

Golden Village

বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি গাজা

উৎপাদনকারী অঞ্চল..







যে সব রাষ্ট্রের আইন সভার নাম "কংগ্রেস"

টেকনিকঃ-

(কলি BBA পড়তে নেপাল থেকে

চীনে চলিয়া গেল।)

★ক-কলম্বিয়া

★লি-লিবিয়া

★B-ব্রাজিল

★B-বলিভিয়া

★A-আমেরিকা

★নেপাল-নেপাল

★চীনে-চীন

★চলিয়া-চিলি





দূরপ্রাচ্যের দেশগুলোঃ


টেকনিকঃ-চীনতা কর মফিজ

(★চীন = চীন

★তা = তাইওয়ান

★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)

★ম = মঙ্গোলিয়া

★ফি = ফিলিপাইন

★জ = জাপান)



SUPER SEVEN দেশঃ

টেকনিকঃ- থামাই সিতাদহ

★থা = থাইল্যান্ড

★মা = মালেয়েশিয়া

★ই = ইন্দনেশিয়া

★সি = সিঙ্গাপুর

★তা = তাইওয়ান

★দ = দক্ষিণ কোরিয়া

★হ = হংকং


FOUR IMAGINE TIGERS দেশঃ

টেকনিকঃ- সিতাদহ

★সি = সিঙ্গাপুর

★তা = তাইওয়ান

★দ = দক্ষিণ কোরিয়া

★হ = হংকং


GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয়

সহযোগিতা পরিষদ।

টেকনিকঃওমা সৌদি বেয়াইন আমারে কাতুকুতু"দেয়।

★ওমা= ওমান

★সৌদি = সৌদি আরব

★বেয়াইন = বাহরাইন

★আমারে = সংযুক্ত আরব আমিরাত

★কাতু = কুয়েত

★কুতু = কাতার


পারস্য উপসাগরীয় দেশ

GCC+ ইরাক,ইরান।

আরব উপদ্বীপ-

GCC+ ইয়েমেন। 


পূর্ব এশিয়ার দেশগুলো

 টেকনিকঃ তাজা কচি

★তা = তাইওয়ান

★জা = জাপান

★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)

★চি = চীন


মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ

কৌশল

টেকনিকঃসুমি তুই আজ ওই বাম

সিলিকা র কুলে 

★সু - সুদান/সৌদিআরব

★মি - মিশর

★তু - তুরস্ক/তিউনিসিয়া

★ই - ইরাক/ইসরাইল

★আ - আলজেরিয়া, আরব আমিরাত

★জ - জর্ডান

★ও - ওমান

★ই - ইরান/ইয়েমেন

★বা - বাহরাইন

★ম - মরক্কো

★সি - সিরিয়া

★লি - লিবিয়া

★কা - কাতার

★কু - কুয়েত

★লে - লেবানন



বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ

টেকনিকঃ-16 “ALL”( এ লালি)

★A = এস্তনিয়া

★L = লাটভিয়া

★L =লিথুনিয়া


ASEAN ভুক্ত ১০টি দেশঃ

টেকনিকঃ MTV এর FILM দেখলে

BCS হবেনা 

★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )

★T = থাইল্যান্ড( ব্যাংকক )

★V = ভিয়েতনাম ( হ্যানয় )

★F = ফিলিপাইন ( ম্যানিলা )

★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )

★L = লাওস ( ভিয়েন তিয়েন )

★M = মায়ানমার ( নাইপিদ )

★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )

★C = কম্বোডিয়া( নমপেন )

★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )






বিখ্যাত প্রণালীসমূহঃ 

১.পক-(ভারত শ্রীলঙ্কাকে পোক দিলো)ভারত

হতে শ্রীলঙ্কা পৃথক ।

২. বেরিং-

(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।

৩.জিব্রাল্টার-(মরক্কো ও

স্পেনে জেব্রা পাওয়া যায়)

মরক্কো (আফ্রিকা) হতে স্পেন

(ইউরোপ) পৃথক।

৪.ফ্লোরিডা-(ফ্লরিডা কিবা?)

ফ্লোরিডা হতে কিউবা পৃথক।

৫.মালাক্কা-( সুমিত্রা মালির মেয়ে)

সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।

৬.হরমুজ-(আমিরাতের ইরানী তরমুজখায়) আরব আমিরাত ও

ইরানেরষমধ্যে অবস্থিত।

৭.বাব-এল-মান্দেব-(লোহা এখন আরবে )লোহিত সাগর ও আরব

সাগরে অবস্থিত।

৮.ডোভার-(UK ওFRANCE এর

মাঝে ডোবা আছে)যুক্তরাজ্য

হতে ফ্রান্স পৃথক।

৯.বসফোরাস-(ইউরে শিয়া)

ইউরোপ হতে এশিয়া পৃথক।

১০.পানামাখাল-(উত্তর দক্ষিণ

আমেরিকায় পান খাওয়া নিষেধ)

উত্তর আমেরিকা হতে দক্ষিণ

আমেরিকা পৃথক।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ